মতলব ুউত্তর পুলিশের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪
মতলব উত্তর প্রতিনিধি
বুধবার ভোর ৫ ঘটিকার সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাজাহান কামাল দিক-নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে থানায় কর্মরত এসআই রমিজ উদ্দিন সঙ্গীয় এএসআই(নিরস্ত্র) মোজাম্মেল হক, এএসআই(নিরস্ত্র) শাহাদাৎ হোসেনদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন বেলতলী সাকীনস্থ লঞ্চঘাটের পূর্ব পার্শ্বে মেঘনা নদীর তীরে সিগন্যাল বাতির নীচে খালী জায়গা হইতে মাদক ব্যবসায়ী মোঃ করিম(৩৬), পিতা- মৃত আঃ হক, সাং- বদরপুর(বেপারী বাড়ী), ও মাদক কারবারি কামাল হোসেন(৪৫), পিতা- মৃত কেরামত আলী বেপারী, সাং- বদরপুর(বেপারী বাড়ী), মোঃ খলিল মিয়া ঢালী(২৮), পিতা- মৃত জোহর ঢালী, সাং- বদরপুর, মোল্লাকান্দি, ইকবাল হোসেন(৫০), পিতা- মৃত আবিদ আলী, সাং- বদরপুর(ফকির বাড়ী), ওয়ার্ড নং- ২, সাদুল্লাহপুর ইউপি, সর্ব থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদেরকে ০২ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০(চল্লিশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।