শৈলকুপার কোবাদ আলীর সংসারে হাহাকার কান্না-
নিউজ ডেক্স
সংসারে সম্পদ বলতে ৪টি গরু আর মাঠে এক চিলতে বর্গা জমি। সোনালী স্বপ্ন তার হঠাৎ ফিকে হয়ে গেল। উপজেলার ভুলুন্দিয়া গ্রামের দিনমজুর কোবাদ আলী ও তার স্ত্রীর চোখে নেমে এসেছে শুধুই কান্না আর বুকফাটা আর্তনাদ। সকালে মাঠের ঘাস কেটে এনে খাওয়ানোর পর অসুস্থ হয়ে পড়ে ৪টি গরু। এর মধ্যে আজ মারা গেছে ২টি বড় গাভী গরু আর অসুস্থ হয়ে পড়েছে বাছুর দুটি। দুধ বিক্রি আর কায়িক পরিশ্রমই ছিল তার সম্বল। অতি সহজ সরল একজন নিরেট ভাল মানুষ বলতে যা বোঝায় কোবাদ আলীর মধ্যে তার পুরোটাই বিদ্যমান।