চাঁদপুরে ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত।।
জসিম উদ্দিন মিলন
চাঁদপুরে রেলক্রসিং পার হওয়ার সময় মেহেদী হাসান রুবেল (২৮) নামের এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন তাঁর সহপাঠী মোহাম্মদ রাজন খান। আজ ২৯ মে শনিবার বেলা সাড়ে বারোটায় চাঁদপুর শহরের ওয়্যারলেস মুন্সিবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে দূরত্ব চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘোষণা চারদিকে ছড়িয়ে পড়লে তাকে দেখতে ছুটে আসেন হাসপাতালে পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন গাজীও ছাত্রলীগ নেতাকর্মীরা। এই খবর পরিবারের মাঝে পৌছলে শোকের ছায়া নেমে আসে।