বড় স্টেশন মোলহেডের সৌন্দর্যবর্ধনের চলমান কাজ পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক
জসিম উদ্দিন মিলন
চাঁদপুর জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার যৌথ উদ্যোগে বড়স্টেশন মোলহেডকে নান্দনিক পর্যটন এলাকা করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।
বুধবার (২ জুন) বিকাল সাড়ে ৪টায় বড় স্টেশন মোলহেডের সৌন্দর্যবর্ধনের চলমান কাজ পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এসময় তিনি বড়স্টেশন মোলহেডের চলমান কাজের তদারকি করেন এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
পরিদর্শনকারে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইরফাত জামিল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদ হোসেনসহ অন্যান্যরা।