ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক-১

ফরিদগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক-১

ফরিদগঞ্জ প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত বখাটে আঃ রব(৫০) আটক।

ঘটনাটি উপজেলার ১১নং চরদু:খিয়া পশ্চিম সন্তোষপুর গ্রামে বুধবার দুপুর ১.০০ ঘটিকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার দুপুরে ওই শিশু পাশ্ববর্তি খালার বাড়ি হতে আসার পথে ৪ সন্তানের জনক রব মিজি (চোরা রব)শিশুটিকে রাস্তার উপর দেখে মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।
এলাকাবাসী জানান- অভিযুক্ত আঃ রবের বিরুদ্ধে এধরনের ন্যক্কারজনক ঘটনার অভিযোগ রয়েছে।
শিশুর মামা পরেরদিন সকালে চাঁদপুর সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষা করার জন্য নিয়ে যায়।
শিশুটির মামা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,অভিযুক্তকে আটক করেছি। আসামী আদালতে প্রেরন করা হয়েছে আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD