হিজড়া জনগোষ্ঠীর জন্য বাজেট মাইলফলক:
নিউজ ডেক্স
ঢাকা: সংসদে উত্থাপিত ২০২১-২২ সালের বাজেট দেশের লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর জন্য নতুন মাইলফলক হবে বলে মন্তব্য করেছেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) নির্বাহী পরিচালক সালেহ আহমেদ।
শুক্রবার (৪ জুন) এক প্রতিক্রিয়ায় তিনি জানান, কোনো জনগোষ্ঠীকে পেছনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন সম্ভব নয়।
তাই ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে হিজড়াদের ব্যক্তগত কর ছাড় দেওয়া সরকারের সুদূরপ্রসারি পরিকল্পনারই অংশ। তাছাড়া কোনো প্রতিষ্ঠানে মোট জনবলের ১০ শতাংশ বা ১০০ জনের বেশি হিজড়া জনগোষ্ঠীর কর্মী থাকলে প্রদেয় করের ৫ শতাংশ রেয়াত পাবে বলে যে ঘোষণা এসেছে, এর ফলে এ জনগোষ্ঠীর জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
সালেহ আহমেদ বলেন, লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার ক্ষুদ্র অংশ হলেও এ জনগোষ্ঠী সমাজে সব সময় অবহেলিত ও বৈষম্যের স্বীকার। এ জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে পারলে দেশের উন্নয়নে তারাও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
নতুন অর্থবছরের ঘোষিত বাজেটে নেওয়া এ পদক্ষেপ তাই অনেক বেশি ইতিবাচক। সমাজের মানুষ এগিয়ে এলে সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।
দুই দশকেরও বেশি সময় ধরে দেশের লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অধিকার রক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে ‘বন্ধু’