বিশ্ব পরিবেশ দিবস পালিত করলো ফরিদপুর পরিবেশ
ফরিদপুর প্রতিনিধি
বিশ্ব পরিবেশ দিবস ২০২১ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা তথ্য অফিস, ফরিদপুরের সহযোগিতায় আজ ০৫ জুন শনিবার বিকালে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে পরিবেশ সচেতনতামূলক স্লোগান পাঠ ও মাইকিং করা হয়। প্রচার ও মাইকিং শেষে সন্ধায় ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে পরিবেশ সচেতনতামূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ, সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দীন ও সহকারী পরিচালক জনাব মিতা রানী দাস এবং পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ সহ অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।