কিশোরগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুন) সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম।
জেলা পর্যায়ের টুর্নামেন্টটি ০৮ জুন থেকে আগামী ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, জেলা বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ক্রীড়া কর্মকর্তা আল-আমিন সবুজ প্রমুখসহ অন্যরা