গাজীপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
তানজিলা ইসলাম
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গোয়ালিয়াবাড়ি এলাকায় বিলের পানিতে ডুবে আফরান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।
আফরান কালীগঞ্জ উপজেলার গোয়ালিয়াবাড়ী এলাকার মো. আকরামের ছেলে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল আফরান।
এ সময় তার মা রান্না করছিলেন। এক পর্যায়ে আফরান হাঁটতে হাঁটতে বাড়ির পাশে একটি বিলের পানিতে পড়ে যায়।
এ সময় তার পরিবারের লোকজন উঠানে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিলের পানিতে আফরানকে ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন