চৌহালীর উমারপুর ইউপি চেয়ারম্যান বরখাস্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ: নানা অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪ নম্বর উমারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডলকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
বুধবার (৯ জুন) স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মো. আবুজাফর রিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারায় অপরাধ করায় একই আইনের ৩৪ এর (৫) ধারা মোতাবেক আব্দুল মতিন মণ্ডলকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ী অপসারণ করা হয়েছে।
বুধবার রাতে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন ওই চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নির্দেশনা মোতাবেক উমারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জানা যায়, আব্দুল মতিন মণ্ডল উমারপুর ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি