মন পরিবহন(প্রা:)লিমিটেড
নিউজ ডেক্স
বিজন কুহকে বাঁধভাঙা আবগের উচ্ছাসে ভালোবাসা জুটি শপথের পরষ্পর টুঁটি প্যাঁচে বলেন,’পৃথিবীর কোনও শক্তি আমাদের আলাদা করতে পারবেনা।’ আমরা জনম জনমের সাথী।
পরে একজন,ভালোবাসার উলুবনে মুক্তা ছড়িয়ে অক্ষম ক্রোধের প্রতারিত দহনে নিয়তি মেনে দিগম্বর বিশ্বাসের পাত্র হাতে ঘুরে বেড়ান।
অপরজন,প্রেমের দস্যু হয়ে বার বার বলেন,”আমার প্রেমের তরবারি হাতে বার বার কেটে নেব- তোমার হৃদয় মন।প্রেমই আমার শক্তি,জ্বলন্ত সিগারেট হাতে সকালের নাস্তা,দুপুরে সোনার থালাভরা ব্যাঞ্জনে খাবার, রাতের বাসর বৌভাত। আমি প্রতিদিন প্রেমে
পড়ে নতুন জীবন গড়ি। আমি
ধুরন্ধর স্বপ্নবাজ প্রেম চাষী।নিজের মন কাউকে না দিয়ে হরিপদ কাপালীর একটি করে টেনে টেনে পাকা ধানের শীষের মত কিশোরি হয়ে পৌঢ়ত্বে গড়াগড়ি দেয়া প্রেম পূজারী’র সোনালী মাঠের সোনা প্রেমের সকল ঔষধি প্রেমের মনের ফসলের শীষগুলো হেসে-হেসে দু্ষ্ট প্রেমের বাতাসের দোলনা হতে
টেনে টেনে নামিয়ে আনি। ‘আলি বাবা’গ্রুপের মতোই আমি অনলাইনে খাঁটি সরিষার তেল,সুন্দরবনের মধুর মত নির্ভেজাল ‘মন পরিবহন(প্রা:)লিমিটেড সার্ভিস দিয়ে থাকি। দেশের লক্ষ কোটি প্রেমিক-প্রেমিকা
গৃহবধূ এমন কী! সময় পরিস্হিতিতে পড়ে বলতে না পারা মনের নিভৃতে থাকা গ্রাহক হয়ে প্রেমিক-প্রেমিকার হৃদয় মনে বিশুদ্ধ মন সার্ভিস দেই। বলতে গেলে; ভুল প্রেমে বেঘোরে জীবন দেয়ার চেয়ে ঘাণি ভাঙা প্রথম বের হওয়া খাঁটি সরিষার তেলের মত বিশুদ্ধ খাঁটি মন সরবরাহ করে থাকি। ”
যথারীতি সারাদেশ পেরিয়ে বিদেশে থাকা প্রবাসীদের মাঝে সাজ সাজ রব উঠল।কিশোরি হয়ে পৌঢ় পেড়িয়ে বৃদ্ধাশ্রমে থাকা দাদুরা পর্যন্ত মন পরিবহন (প্রা:)লিমিটেডের সার্ভিস পেতে আমেরিকার ডিভি লটারি ফরম-ফিলাপের মতোই কোম্পানীর দেয়া যাবতীয় শর্ত মেনে ফরম কিনছে। রাস্তার মোড়ে মোড়ে হ্যান্ড মাইকে কোম্পানীর সব শর্ত প্রচার করছে। মোবাইল কোম্পানীর রেকর্ড করা সিম বিক্রির লোভনীয় অফারের মত দু’টি কিনলে একটি ফরম ফ্রি বিক্রি চলছে।
( চলবে)
©রাজীব কুমার দাশ
০৯ জুন ২০২১