চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতীকী অনশন কর্মসূচি পালন
আমান উল্যা আমানঃ-
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে এক যোগে ৯ই জুন অনুষ্ঠিত প্রতীকী অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে চাঁদপুর জেলার সভাপতি ওমর ফারুক ও সাধারন সম্পাদক সবুজ ভদ্রের নেতৃত্বে জেলা ও সকল উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সকাল ৯:০০টা থেকে দুপুর ১২:০০টা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব অভিমুখে অবস্থান করেন। প্রতীকী অনশনে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলার সহ সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, শিক্ষা সচিব আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক আবুল ফারাহ্ মজুমদার, সদর উপজেলা সাধারন সম্পাদক মো. সোহরাব হোসেন, হাজীগঞ্জ উপজেলার সভাপতি আলহাজ্ব এ কে এম শাহআলম মুন্সী, কচুয়া উপজেলার সভাপতি মো. মফিজুল ইসলাম, শাহরাস্তি উপজেলার সভাপতি মো. আলী আজগর, হাইমচর উপজেলার সভাপতি তাজুল ইসলাম, মতলব দক্ষিনের সভাপতি ফারুক আহমেদ বাদল, ফরিদগঞ্জের সভাপতি রেজাউল করিম মাসুদ প্রশিক্ষণ সম্পাদক মোঃ আশরাফুল জাহান শাওলিন, মতলব উত্তর উপজেলার সাধারন সম্পাদক মো. রিপন গাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ, পরিচালক ও শিক্ষকগণ।
বক্তব্যে শিক্ষকগণ বলেন ক্ষতিগ্রস্থ কিন্টারগার্টেনগুলোর জন্য বাজেটে সরকারি অর্থ বরাদ্দ এবং সরকার ঘোষিত ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি বহাল রাখার জোর দাবি জানানো হয়।
এ সময় জেলার প্রায় ৯৮৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক-কর্মচারি ও পরিচালকগণ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক
আমান উল্যা আমান
চাঁদপুর প্রতিনিধি।