চাঁদপুরের শ্রেষ্ঠ ইউএনও সানজিদা শাহনাজ
জসিম উদ্দিন মিলন
চাঁদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হয়েছেন ইউএনও সানজিদা শাহনাজ। সদর উপজেলায় যোগদানের পর তার জনকল্যাণমুখী ও কর্মদক্ষতার কারণে তাকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে ঘোষণা দেয়া হয়।
.
উল্লেখ্য, সানজিদা শাহনাজ স্মৃতি চাঁদপুর সদর উপজেলার ইউএনও (উপজেলা নির্বাহী অফিসার) পদে নিয়োগ পাওয়ার পর থেকেই জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছেন।
.
ব্রাহ্মণবাড়িয়ার এই কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এ্যাপ্লাইড ম্যাথমেটিকসে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জনের পর ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
.
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিট্রেট পদে যোগদানের পর এই কর্মকর্তা ১ ফেব্রুয়ারি ২০১৮ সাল হতে ৫ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত রাজবাড়ি সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) পদে কর্মরত ছিলেন।
.
১৯ সেপ্টেম্বর ২০১৯ হতে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে নিযুক্ত হন। ২০ ডিসেম্বর এই কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার কানিজ ফাতেমার স্থলাভিষিক্ত হলেন।