চাটখিলের ” কচির “মৃত্য, গভীরশোকপ্রকাশ।

চাটখিলের ” কচির “মৃত্য, গভীরশোকপ্রকাশ।

নিউজ ডেক্স

মৃত্যুর সংবাদ খুবই কষ্টকর। আপন জনের শব দেহ দেখার যন্ত্রনা হৃদয়ে রক্ত ক্ষরণ করে।
অবাক হয়ে হতবাক ছিলাম অনেক ক্ষন। পরম বন্ধু, খুবই কাছের একজন মনির হোসেন কচি।

চাকুরি করতে যেয়ে মানুষ মানুষের এত কাছের হয় ,আত্মার বন্ধন ছাড়া আত্মীয় হয়ে যায় তা” কচি ”
প্রমাণ দিয়েছেন।
চাটখিল থানার ওসি থাকা অবস্থাতে এমন কোন দিন নেই তিনি আমার শরীর ও পরিবারের খবর নেননি।সপ্তাহে তার বাড়ীতে একদিন ডাবের পানি না খেলে ভীষন রাগ করতেন।

যখন ভ্রাম্যমান থানা শুরু করি তখন থেকে তার স্কুলে সপ্তাহে একদিন ঐ এলাকার থানার কাজ করতাম।তিনি বলতেন সবাই আগে থানায় যেত এখন থানাই চলে আসল মানুষের বাড়ীতে।

আজ সকালে ফেসবুক দেখতেই তার মৃত্যুর সংবাদে অশ্রুসিক্ত হয়ে গেল।মনের মধ্যে কি যেন অসম্পূর্ণ রয়ে গেল।
সেদিন বলছিল একদিন চাটখিল আসেন ভিপি মিজান, মোমিন কাউন্সিলর, মনু, ফরহাদ (মহিলা কলেজ প্রিন্সিপাল),মহিউদ্দিন
(সোমপাড়া কলেজ প্রিন্সিপাল) সহ সবাই বসে আড্ডা দিবে।
কিন্ত সে আড্ডা হল না।তবে আমি জানি তোমার শেষ যাত্রায় অনেক যাত্রী হবে।আমার অনেক দুরে বসবাস করেও অনেক কাছের ছিলে।তোমার মৃত্য আমাকে দীর্ঘদিন এলোমেলো রাখবে।
নিয়তির চরম সত্য মৃত্যু হবেই কিন্ত এভাবে ! আল্লাহ র কাছে দোয়া রইল “তোমার বেহেস্ত নসিব করুন “”
শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ইমাউল হক পিপি এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD