ফরিদগঞ্জ হাসাঁ মাদ্রাসা হতে পূর্ব হাসাঁ ছাত্তারের দোকান পর্যন্ত রাস্তাটির বেহাল দশা
ফরিদগঞ্জ প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার হাসাঁ মাদ্রাসা থেকে মৃধ্যা বাড়ির অভিমুখে পূর্ব হাসাঁ ছাত্তারের দোকান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক ফাকা রাস্তা না হওয়ার কারনে কয়েক বছর ধরে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এই দুই কিলোমিটার সড়কটির পুরো অংশজুড়ে খানাখন্দে ভরা।
এতে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। গ্রামের সড়ক ব্যবহারকারী প্রায় হাজারো মানুষের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
স্থানীয়দের অভিযোগ সড়কটি মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকাবাসীকে বহু বার আশ্বাস দিয়েও , সাড়া পাওয়া যায়নি। এতে দেখার কেউ নাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১০ দক্ষিণ গোবিন্দপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এই রাস্তাটি বৃষ্টিতে মাটি সরে গিয়ে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে।
নিয়মিত এ সড়ক দিয়ে সিএনজি, রিক্সা-অটো রিক্সার চলাচল করে।
পাশাপাশি নিত্যদিনের খাবার, চিকিৎসা, ব্যবসা করতে নানা ধরনের যানবাহন চলাচলের মাধ্যম এই সড়কটি।
রাস্তার এ বেহাল দশার কারনে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। যাতায়াতের সময় দুর্ঘটনার আতঙ্কে থাকা স্কুল-কলেজ শিক্ষার্থীদেরও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম গাজী বিষয়টি নিয়ে বলেন, পাশপাশি দুইটি রিকসা সাইড দিতে পারে না।
সড়কটির বেহাল দশার কারনে জন সাধারনের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল, মাদ্রাসা ও কলেজ,কিন্ডারগার্ডেন সহ কোমলমতি ছাএ-ছাএীরা। সড়কটি দিয়ে যাতায়াত করতে পারেনা, সকল সুযোগ-সুবিধা হতে বন্চিত।
এবিষয়ে এলাকাবাসী জানান- জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিগন আমাদেরকে বহুবার আশ্বাস দিয়েছেন রাস্তাটি পাকা হবে, কিন্তু কেন পাকা করন হচ্ছেনা? সেই প্রশ্ন থেকে যায়।
বেহাল সড়কটি মেরামতের জন্য গত ৪ বছর ধরে স্থানীয় সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও-জেলা-উপজেলার সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানিয়েও কোন পদক্ষেপ মেলেনি । সড়কটি এলাকার প্রধান সমস্যা হয়ে দাড়িয়েছে। সকল মানুষের দাবি গুরুত্বপুর্ণ সড়কটি ফাকা করে দিতে হবে।
এবিষয়ে ১০নং ইউনিয়ন চেয়ারম্যান আঃ হান্নান মিয়ার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ফরিদগঞ্জ এলজিইডির প্রকৌশলী জানান,এই রাস্তাটি হাসাঁ গ্রামের পুরানো গুরুত্বপুর্ণ এ সড়কটি সম্পর্কে-জানা নাই। কাগজপত্র দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।