আজ স্নিগ্ধা সরকারের শুভ জন্ম দিন
নিউজ ডেক্স
জন্ম হয়েছিলো ধন্য, কর্ম হয়েছে পূর্ণ, স্বামি আর সন্তান নিয়ে সুখের পৃথীবিতে ঠিকানা হয়েছে সারা জীবনের বাঁধনে, মায়ের কোলে শৈশব টুকু হারিয়ে গেলেও, সৃৃতি গুলি মনে পরে অতিতে ফিরে যায় বছর গুরে।
আজ শুভ জন্ম দিন, শুভ সূচনার পথ চলা জীবনের সুখের ঠিকানায় থাকবে অভিরাম হৈ চৈ সেই পথের দিকে তাকিয়ে থেকে আজ ফিরে এলো অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্নিগ্ধা সরকারের আজ রোব শুভ জন্ম দিন,
ওনার শুভ জন্ম দিনে সকলে দোয়া করবেন।