চলে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা মাহমুদ জামান
চাঁদপুর প্রতিনিধি
একজন করোনা যোদ্ধা মানবতার ফেরিওয়ালা হয়ে সব সময় মানুষের কল্যাণে কাজ করেছেন। দিবা রাত্রি মানুষের সেবা দিতে দিতে কখন যেনো তিন বছর এক মাস পেরিয়ে গেলো তাহা নিজেও টের পায়নি, কারন তিনিত প্রতিটি সময় মানবতার কাজ করেছেন, যার কাজের ভালোবাসায় সিক্ত হয়েছে সব পেশা জীবি মানুষ, আজ তিনি চলে যাবেন সেই সব মানুুুষের কাছ থেকে এটা শোনার পড়ে অনেকের মন ভেঙে পরেছে তবুও মনকে পাথর করে তাকে বিদায় জানাতে হবে, বিদায় রজণীতে অশ্রঝড়া সমাপনি টানবে চাঁদপুর জেলাবাসি, তবুও তাকে কখনো ভূলবে না সমাজের প্রতিটি মানুুষ।
যেতে নাহি চাই, তবুও যেতে দিতে হয়,
কথা আসলে সঠিক,
চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান ইতি পূুর্বে উপ সচিব পদে পদোন্নতি পেয়েছেন, বাকি ছিলো বিদায় ঘন্টা বাজার, আজ সেটাও বেজে উঠলো, বদলীর আদেশ এলো মন্ত্রনালয় থেকে চলে যেতে হবে চাঁদপুর বাসিকে ছেরে, এটা শোনার পরে মানুষের মাঝে যেনো হতাশার ছায়া পড়লো, তার পরেও যেতে হবে সরকারি নির্দেশ কে মেনে।
এ বিষয়ে উপ সচিব মাহমুদ জামান বলেন, আমার বদলীর আদেশ এসেছে এখন যাবার পালা, তবে চাঁদপুর বাসির ভালোবাসা, সন্মান আর দোয়ায় আমি পদোন্নতি হযেছি, আমি মনে করে যেখানে থাকি সব সময় এই জেলা বাসির কথা মনে থাকবে, আমি সকলের কাছে দোয়া আর ভালবাসা চাই, তবে কবে যাচ্ছেন সেটা এখনো জানা যায়নি।
উল্লেখ্য আব্দুল্লাহ আল মাহমুদ জামান কে কারিগরি বোর্ড শিক্ষা মন্ত্রনালয়ে সচিব পদে বদলী করা হয়েছে,