চাঁদপুরের সাংবাদিক রুহুল আমিনের গ্রেফতারে সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

চাঁদপুরের সাংবাদিক রুহুল আমিনের গ্রেফতারে সাংবাদিক সংগঠনের প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের সাহসী সাংবাদিক রুহুল আমিনকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- বিএমএসএফ এবং বাংলাদেশ অনলাইন রিপোর্টাস ক্লাব চাঁদপুর জেলা শাখা।

উল্লেখ্য, সাংবাদিক রুহুল আমিন শাহরাস্তিতে ডাকাতিয়ার নদীতে বালুদস্যুদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে তার কর্মস্থল মিডিয়ায় সংবাদ প্রকাশ করায় মিথ্যা অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে তাকে মুক্তির দাবি করেন।

একজন অন্যায়ের বিরোধী ও সাহসী সাংবাদিককে এভাবে গ্রেফতার নিন্দনীয়। স্থানীয় সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন তাহলে প্রশাসন কি বালুদস্যুদের পক্ষ নিলেন?

এ ছাড়াও এই গ্রেফতারের নিন্দা জানিয়ে বাংলাদেশ অনলাইন রিপোর্টাস ক্লাব চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ শরিফ আহমেদ এবং সাধারণ সম্পাদক অমরেশ দত্ত জয় বলেন,ব্যক্তি বিশেষের স্বার্থ হাসিলের জন্য গণমাধ্যমকর্মীদের স্বাধীনতা হরনের চেষ্টার জলন্ত উদাহরন রুহুল আমিনের বিরুদ্ধে অহেতুক মামলা এবং গ্রেফতার।আমরা মহামান্য আদালতের নিকট ন্যায় বিচারের দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD