দুর্নীতিবাজ আমলারা এখন গণমাধ্যম কে টার্গেট করেছে।হুমায়ুন কবির বেপারী
নিজস্ব প্রতিনিধিঃ
দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আমলা কর্তক নির্যাতন ও বানোয়াট মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী বলেছেন ,দুর্নীতিবাজ আমলারা এখন গণমাধ্যম কে টার্গেট করেছে। আমলারা কি জানেনা?
সত্য অনুসন্ধানে অবিচল পেশাই হচ্ছে সাংবাদিকতা। যাদের মেধা ও পরিশ্রমের ফসলই দেশ ও জনগণর কল্যাণ । সেই জায়গা আঘাত করাই হলো কাপুরুষোচিত। ৷
তিনি বলেন, গণমাধ্যমকে টার্গেট করে রাষ্ট্র চালানো নিজ শাড়ীর আঁচলে আগুন ধরিয়ে দেবার শামীল। কেননা সাগর -রুনির বিচারালয়কে বৃদ্ধাঙ্গুলি দেখালেও রোজিনা ইসলামকে দমন করা যাবেনা। আপনার প্রশাসন এখন খাঁদের কিনারায় ঘর বেঁধেছে। সুতরাং সাধু সাবধান।
তিনি অবিলম্বে রোজিনা ইসলামকে নির্যাতনকারী অভিযুক্তদের শাস্তির দাবী জানিয়ে বলেন, সাগর-রুনির সহ সকল সাংবাদিকদের হত্যার বিচার ও গ্রেফতারকৃত রোজিনা ইসলাম সহ সকল বন্দি সাংবাদিক বন্ধুগণের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
তিনি আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন।