হাইমচর থানা পুলিশ কর্তৃক ০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতার”
হাইমচর প্রতিনিধি
১৭/০৬/২০২১ইং তারিখ ১৮.৩৫ ঘটিকার সময় হাইমচর থানায় কর্মরত এসআই/ আবু হানিফ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় হাইমচর থানাধীন নতুন হাওলাদার বাজারের পূর্ব মাথায় জনৈক আবু সাইদ এর ফার্নিচার দোকানের সামনে হাইমচর টু রায়পুর পাকা রাস্তার উপর হইতে ০৯ (নয়) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। মোঃ সজিব হোসেন মাঝি (২০) পিতা- হাকিম আলী মাঝি, সাং-পশ্চিম ঝাউডুগী (মাঝি বাড়ী) থানা- রায়পুর, জেলা- লক্ষীপুরকে গ্রেফতার করিয়া থানায় নিয়ে আসেন। আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হয়েছে।