গাজীপুর বাইপাস কাঁচামাল আড়ৎদের সামনে রাতে তাসলিমার মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরে ভোগড়া বাইপাসে গাজীপুর ঢাকা মহাসড়কের ফ্লাইওভার ব্রীজের পিলারের নিচে বসবাসরত তাসলিমা (৩০) মারা যায়।
শুক্র বার (১৯) জুন সারারাত বৃষ্টিতে ভিজে তাসলিমার (৩০) মৃত্যু হয়েছে। জানাযায় শুক্রবার দিবাগত রাতে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারনে তাসলিমার মৃত্যু হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায় যে রাতভর বৃষ্টিতে ভেঁজার কারনে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীর সহ তাসলিমার চাচাতো ভাই ও পুলিশ আমাদের জানান। তাসলিমার এক ছেলে ও এক মেয়ে আছে তবে তার স্বামীর নাম এখনো জানাযায়নি, ছোট মেয়ে আলিয়া বুঝে না যে তার মা মারা গেছে। সে এখনো খেলার মধ্যেই আছে।