ওসি শাহ আলম কোট পুলিশদের রোলকল করান
নোয়াখালী প্রতিনিধি
বর্তমান সময়ে সাধারণ মানুষদের সেবা নিশ্চিত করতে আদালতের পুলিশদের দায়িত্ব রয়েছে, প্রতিটি মানুষের সেবা নিশ্চিত করনে নব যোগদান কৃত নোয়াখালী জেলা কোট ইনেসপেক্টর মোঃ শাহ আলম এল এল বি নিজ অফিসে শনি বার কোট পুলিশের কর্মরত সকল অফিসার এবং ফোর্সদের রোলকল করিয়েছেন।
তিনি শুভেচ্ছা বক্তব্যে বলেন বর্তমান সময়ে কোভিড-১৯ এবং পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা প্রধান করেন, একই সাথে তিনি সকলকে সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
উলেখ্য ওসি শাহ আলম এর আগে চাঁদপুর জেলার হাজীগঞ্জ। ফরিদগঞ্জ,শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ হিসেবে টানা কয়েক বছর সত ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন, এর পরে কয়েকটি মাস তিনি চাঁদপুর কোট ইনেসপেক্টর হিসেবে দায়িত্ব পালন করে, নোয়াখালী জেলায় বদলী হন,
তিনি নোযাখালী বাসির সহযোগীতা কামনা করেছেন।