ডিবি পুলিশের অভিযানে চাঁদপুর শহর থেকে মাদক ব্যবসায়ি আটক
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ ইমাম হোসেন এএসআই/মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ২০/০৬/২০২১খ্রিঃ তারিখ ১৬.০০ ঘটিকার সময় সদর মডেল থানাধীন উত্তর শ্রীরামদী সাকিনের রেলওয়ে ক্লাব রোডস্থ রকেট ঘাটস্থ লিজা স্টোরের পূর্ব পার্শ্বে পাকা সড়কের উপর হইতে মাদক ব্যবসায়ী রাসেল গাজী প্রঃ টিক্কা রাসেল (২৫), পিতা-টিক্কা গাজী, মাতা-হালিমা বেগম, সাং-উত্তর শ্রীরামদী, রেলওয়ে ক্লাব রোড (গাজী বাড়ী), ওয়ার্ড নং-৭, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুরকে ২০(বিশ)পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।