চাঁদপুর সদর মডেল থানা কর্তৃক হত্যা মামলার এজাহার নামীয় ০৩ জন আসামী গ্রেফতার।

চাঁদপুর সদর মডেল থানা কর্তৃক হত্যা মামলার এজাহার নামীয় ০৩ জন আসামী গ্রেফতার।

প্রেস রিলিজ

চাঁদপুর সদর মডেল থানা কর্তৃক হত্যা মামলার এজাহার নামীয় ০৩ জন আসামী গ্রেফতার।

আসামী ১। মোঃ মোরছালিন (২১) পিতা-মোঃ দেলোয়ার হোসেন দেলু, ২। মোঃ শহীদ উল্লাহ (৬৫) পিতা- মৃত আমির খাঁ, ৩। মোসাঃ জোসনা বেগম(৪১), স্বামীঃ- মোঃ দেলোয়ার হোসেন দেলু, সর্বসাং-পশ্চিম সকদি উপজেলা/থানা-সদর, জেলা-চাঁদপুরদের ইং ২২/০৬/২০২১ইং তারিখ রাত ০১.০০ ঘটিকার সময় নারায়নগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা এলাকার দেলপাড়া নামক স্থান হতে দীর্ঘ অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার, চাঁদপুর সদর সার্কেল জনাব মোঃ আসিফ মহিউদ্দিন ও অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আব্দুর রশিদ সাহেবের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুজন কান্তি বড়ুয়ার নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই/সুমন মিয়া উক্ত অভিযান পরিচালনা করিয়া আসামীদেরকে গ্রেফতার করেন। ভিকটিম ও বিবাদীরা একই বাড়ীর বাসিন্দা। ভিকটিমদের সাথে বিবাদীদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলমানছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করিয়া ঘটনার তারিখ ও সময়ে বিবাদীরা ভিকটিমকে একা পাইয়া মারধর করিয়া লীলা ফুলা এবং ধারালো অস্ত্রের দ্বারা জখম করেন। কতেক বিবাদী ভিকটিমকে ধরিয়া রাখিলে অপরাপর বিবাদীরা ভিকটিমের মৃত্যু নিশ্চিত করার জন্য বিবাদী দেলোয়ার হোসেন দেলু পূর্ব হইতে রাস্তার পাশে আনিয়া রাখা পেট্রোল এর বোতল নিয়ে ভিকটিমের গায়ের মধ্যে ঢালিয় দিলে সোপর্দকৃত বিবাদী মোরছালিন দিয়াশ লাই দিয়ে ভিকটিমের গায়ে আগুন দেয়। ভিকটিম আগুনে ছট ফট করিতে থাকিলে বিবাদীরা দোকানের সার্টার লাগিয়ে তালা বদ্ধ করিয়া রাখে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন আসিয়া দোকানের ঝাপ খুলিয়া ভিকটিমকে উদ্ধার করতঃ চিকিৎসার জন্য প্রেরন করেন। এই দিকে দোকানের অনুমান-পাঁচ লক্ষ টাকার মালামাল পুরে যায়। ভিকটিমকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর আশংকাজন দেখিয়া ঢাকা মেডিকেলে রেফার্ড করিলে, ঢাকা মেডিকেল হাসিপাতালে নিয়ে ভর্তি করেন। ভিকটিম তথায় চিকিৎসাধীন অবস্থায় গত ০৭.০৬.২০২১খ্রিঃ তারিখ ১০.৩০ ঘটিকায় মৃত্যু বরণ করেন।

নিবেদক

সূজন কান্তি বড়ুয়া

ওসি তদন্ত সদর মডেল থানা চাঁদপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD