Breaking News

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য

করোনায় জীবন দিলেন পুলিশের আরও এক গর্বিত সদস্য

নিউজ ডেক্স

করোনায় জীবন দিলেন বাংলাদেশ পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা কনস্টবল মো: মশিউর রহমান। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন তত্বিপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

তিনি মাগুরা জেলার স্টেডিয়াম পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।

তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুন ২০২১ খ্রি. (সোমবার) সকাল সাড়ে পাঁচটায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি——রাজিউন) ।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে ঝিনাইদহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, করোনাকালে জনগণকে সুরক্ষা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত ৯৬ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

আইজিপি’র শোক

করোনায় জীবন উৎসর্গকারী কনস্টবল মো: মশিউর রহমানের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD