শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ জামাল হোসেনঃ

চাঁদপুরের শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে ৩ সন্তানের জনকের (৩২) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) ভোর ৫ টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, সকালে পার্শবর্তী আমিরুল হকের বাড়ির পুকুর পাড়ের মেহগনি গাছে নিহতের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত মোঃ আরিফ হোসেন (৩২) ওই গ্রামের আখতারুজ্জামানের পুত্র। তার ৩ পুত্র সন্তান রয়েছে।

শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD