চাঁদপুর সেতুর অবৈধ টোল বাতিলের দাবিতে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি
বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাস ষ্ট্যান্ড এলাকায় শ্রমিক জনতা ঐক্য পরিষদের ব্যানারে, বিভিন্ন পরিবহনের চালক, শ্রমিক ও সাধারন জনতার অংশ গ্রহণে চাঁদপুর-ফরিদগঞ্জ- রায়পুর আঞ্চলিক সড়কে চাঁদপুর ব্রীজের টোল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে।
মানববন্ধন চলাকালে, দাবী আদায়ের কমিটির প্রধান সন্বায়ক হাজী
মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী এই সময় তার বক্তব্যে বলেন- চাঁদপুর ডাকাতিয়া নদীর উপর একই মাপের তিনটি সেতুর মধ্যে দুটির টোল আদায় বন্ধ হয়েছে, বেশ কয়েক বছর আগে। শুধু বন্ধ হয়নি ফরিদগঞ্জ-রায়পুর সড়কের চাঁদপুর অংশে টোল আদায়।
জনগন ও চালকদের অভিযোগ টোল আদায়ের ক্ষেত্রে সওজ দ্বৈত নীতি অবলম্বন করেছে। অবিলম্ভে এই ব্রীজের অবৈধ টোল আদায় বন্ধ ও এই সড়কে যাত্রী ও পরিবহনের নানা হয়রানি বন্ধ না হলে এই ঐক্য পরিষদ কঠোর আন্দোলন করতে বাধ্য হবে। এই সময় শ্রমিকলীগের সভাপতি হানিফ কাজী সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।