খুলনায় লক ডাউন বারলো আরো সাত দিন
খুুলনা প্রতিনিধি
সোমবার (২৮ জুন) দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা ও মহানগর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।জেলা প্রশাসক বলেন, পূর্ব ঘোষিত লকডাউন সোমবার রাত ১২টায় শেষ হবে।
এই লকডাউন আরও সাত দিন বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই থেকে জাতীয়ভাবে ঘোষিত লকডাউন শুরু হলে জেলা পর্যায়ে জাতীয় নির্দেশনা প্রতিপালন করা হবে।তিনি বলেন, ইতোপূর্বে জারিকৃত গণবিজ্ঞপ্তি অনুযায়ী জরুরি পরিষেবা সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে সোনাডাঙ্গা পাইকারি কাঁচাবাজার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।
এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করতে হবে এবং বাজারে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মসজিদগুলোতে মাস্ক পরিধান বাধ্যতামূলক। কোথাও চায়ের দোকান খোলা থাকবে না। করোনা প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক টিমকে পুনরুজ্জীবিত করতে হবে।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় খুলনার উপ-পুলিশ কমিশনার মো. এহসান শাহ, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুফ আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনা ভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২২ জুন) থেকে সাত দিনের কঠোর লকডাউন চলছে খুলনায়। যা সোমবার (২৮ জুন) রাত ১২টায় শেষ হচ্ছে।