ফরিদগঞ্জে লকডাউনে প্রথম দিনে ভ্রম্যমান আদালতে জরিমানা

ফরিদগঞ্জে লকডাউনে প্রথম দিনে ভ্রম্যমান আদালতে জরিমানা

ফরিদগঞ্জ প্রতিনিধি

ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (১লা জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার ও সেনাবাহীনীর যৌথ অভিযান পরিচালনা করে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজার, গাজীপুর বাজার, পূর্ব চান্দ্রা বাজার, বালিথুবা বাজার, পাটওয়ারী বাজার, জামতলা বাজার, কড়ৈতলী চৌরাস্তা, আনন্দ বাজারে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ও নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে নিবার্হী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ৩টি মামলায় ৩হাজার ৫শ টাকা জমিরানা আদায় করেন।

ভ্রম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন ফয়সল আহমেদেরে নেতৃত্বে সেনা সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারী নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD