ফরিদগঞ্জে লকডাউনে ২য় দিনে ভ্রম্যমান আদালতে জরিমানা
আমান উল্যা আমানঃ-
ফরিদগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার ও সেনাবাহীনীর যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার ফরিদগঞ্জ বাজার, কড়ৈতলী চৌরাস্তা, আনন্দ বাজারে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ও নিষিদ্ধ দোকান খোলা রাখার অপরাধে নিবার্হী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ৫টি মামলায় ৫হাজার ১শ টাকা জমিরানা আদায় করেন।
ভ্রম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন ফরিদগঞ্জ থানা পুলিশ ।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট শারমিন আক্তার বলেন, সরকারী নির্দেশনা না মানায় জরিমানা আদায় করা হয়েছে।