কচুয়ায় চেয়ারম্যান কবির হোসেনের উদ্যােগে রহিমানগর বাজার ব্রীজের নিচে ময়লা পরিস্কারের কাজ চলছে
মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
অবশেষে কৃষকদের দুঃখ দূর্দশা নিরসনের জন্য কচুয়া উপজেলার গোহট উত্তর ইউপি সু-যোগ্য চেয়ারম্যান কবির হোসেনের উদ্যােগে এবং শাহজালাল শপিং কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শাহজালাল, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান শাহরিয়া শাহীন, রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর ও গোহট উত্তর ইউপি প্যানেল চেয়ারম্যান মনির হোসেনের সহযোগিতায় রহিমানগর মধ্যবাজার সড়ক ব্রীজের নিচে ময়লা-আবর্জনা সরিয়ে পানি চলাচলের সুব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা শনিবার (৩ জুলাই) দুপুরে শ্রমিক লাগিয়ে এই ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করে। দীর্ঘদিন থেকে বাজারের ময়লা-আবর্জনা ব্রীজের নিচে খালে ফেলায় পানি চলাচল বন্ধ হয়ে পড়ে, এতে করে সম্প্রতি থেকে বৃষ্টির পানি চলাচল না করায় বিশেষ করে গোহট উত্তর ইউনিয়নের সাতবাড়িয়া, খিলা, নূরপুর ও ১১ এবং ১২ নং ইউনিয়নের ধামাই, সাহারপাড়,পনশাহী গ্রাম এলাকার কৃষি জমিতে কৃষকদের আউশ ধানসহ বিভিন্ন ফসলাদী তলিয়ে বিনষ্ট হওয়ার উপক্রম। এমতাবস্থায় চেয়ারম্যান কবির হোসেন এ উদ্যােগ গ্রহন করেন এবং দুঃখ দূর্দশাগ্রস্থ কৃষকরা তার এ উদ্যােগের প্রতি শ্রদ্ধা জানান। আগামী ৩/৪ দিনের মধ্যে ময়লা-আবর্জনা সরানোর কাজ সম্পূর্ণ হবে বলে শ্রমিকরা জানান।