লকডাউন বাস্তবায়নে মাঠে তৎপর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন
এস আর শাহ আলম
বর্তমান সময়ের করোনা ভাইরাস প্রতিরোধে সাত দিনের লক ডাউন চলছে, যার আলোতে নিজের জীবন কে বাজি রেখে জনগণের জীবন রক্ষায় দেশ জুরে পুলিশের মানবিক সেবার পাশাপাশি গনচতেনতা বৃদ্বিতে মাঠে কাজ করছে,
সেই সুবাধে চাঁদপুর জেলা পুলিশের তোর জোর সেবা এগিয়ে চলছে, ইতি মধ্যে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দীন একটি হত্যা মামলার পলাতক তিন আসামিকে নারায়ণগঞ্জ থেকে আটক করে বেশ সুনাম অর্জন করে প্রথম সফল হয়েছে, কিন্তু আজ মহামারি করোনা কালিন সময়ে নিজেকে অফিস বন্ধি করে রাখেন নি, জনগনের জীবন রক্ষার্থে আজ তিনি নিজের জীবন বাজি রেখে ফোর্স নিয়ে মাঠে নেমেছেন, আজ চাঁদপুর শহরের মিশন রোড, বাষ স্টেন, ওয়ারলেছ,ও বাবুরহাট এলাকায়, চেক পোষ্ট গুলিতে পুলিশ সদস্যদের সাথে দায়িত্ব পালন করেছেন করোনা যোদ্ধা হয়ে।
তিনি আমাদের বলেন চাঁদপুর পুলিশ সুপার মহদোয়ের নির্দেশে, সদর মডেল থানা পুুলিশ মাঠে কাজ করছে আমি মনে করি মানুষ সচেতন হলে চাঁদপুর কে করোনার গ্রাস থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে, তবে চাঁদপুরের মানুষ অনেক ভদ্র ও নমণীয়, আমাদের নির্দেশ গুলি মেনে চলার চেষ্টা করছে, তবে কিছু কিছু মটর বাইক, অটো বাইক ও রিক্সা চালক নানাহ অজুহাতে ঘর থেকে বের হতে দেখা যাচ্ছে, আর আমরাও সেই সব মানুষ গুলিদের বলছি জড়রি প্রয়োজন ছারা যেনো ঘর থেকে বের না হয়, এবং প্রযোজনে বের হলে সামাজিক দূরত্ব বজায় সহ মাস্ক পরিধান করার নির্দেশ দিচ্ছি, আমি মনে করি মানুষ যদি আমাদের সহযোগীতা করে তাহলে, আমাদের কাজের স্বার্থকতা আমরা খুজে পাবো, তাই সকলে মিলে ঘরে থাকার চেষ্টা করি,
এমন ভাবেই চাঁদপুর সদর সার্কেল আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে থেকে জনগণ কে বোঝাতে দেখা যায়,
আমরা লক্ষ করেছি আসিফ মহিউদ্দীন একজন দক্ষ এবং যোগ্য পুলিশ কর্মকর্তা যিনি সাধারণ মানুষের মত সাধারন মানুষের কাতারে দারিয়ে নিজের জীবনের কথা না ভেবে জনগণের জীবন রক্ষায় করোনা মাঠে করোনা যোদ্ধা হয়ে সেবা প্রধান করছেন,
সে সময় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সহ পুলিশ ফোর্স সাথে ছিলেন।
অপর দিকে করোনার ছোবলে মাঠ পর্যায় সেবা প্রধান কারি কয়েকজন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন বলে সুত্রে জানা যায়।