নেতা বাচ্চুর মৃত্যুতে আ জ ম নাছিরের শোক রফিকুল হোসেন বাচ্চু
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামনগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হোসেন বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আ জ ম নাছির বলেন, ১৯৭৫ পরবর্তী রাজনীতির বিভীষিকাময় পরিস্থিতিতে রাজপথের সাহসী সৈনিক, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুকের সভা ভণ্ডুল করে রাজপথ দখলে রেখেছিলেন রফিকুল হোসেন বাচ্চু। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন