নীলকমল ইউনিয়ন জেলেদের মাঝে চাল বিতরণ
হাইমচর প্রতিনিধি
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন পূর্বের মত এবারও জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়, বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঈশানবালা নদীরপার এলাকায় ৪০ কেজি করে দুই দফার ৮০ কেজি করে জনপ্রতি চাল বিতরণ করেন, জেলেরাও তাদের পরিপূর্ণ ৪০ কেজি হারে দুই বারের ৮০ কেজি চাল৷ পেয়েছেন বলে আমাদের জানান,
জেলে পরিবার বেশি থাকায় ৪ নং নীলকমল ইউনিয়ন
মোট
৩৫ শ কার্ডদ্বারি জেলে রয়েছে আর বুধ বার থেকে
জেলেদের মাঝে চাল বিতরণ শুরু করেন জনতার ইউনিয়ন চেয়ারম্যান সউদ আল নাছের। এবং সকল জেলেদের মাঝে চাল বিতরণ করতে দুই থেকে তিন দিন৷ সময় লাগে।
চাল বিতরণ কালে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন টেক অাফিসার, ইউপি সচিব, ওয়ার্ড মেম্বার সহ দলীয় নেএীবৃন্দু।