জনতার চেয়ারম্যান সউদ আল নাছের অসুস্থ সকলের কাছে দোয়া প্রার্থী
হাইমচর প্রতিনিধি
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদের জনতার চেয়ারম্যান সউদ আল নাছের অসুস্থ বলে খবর পাওয়া গেছে,
পরিবার বর্গ থেকে জানা যায় গত কয়েক দিন যাবত তিনি জেলেদের মাঝে চাল বিতরণ করেছেন ঝড় বৃষ্টি ও রৌদ্র উপেক্ষা করে।
এতে করে হঠাত তাহার বাম চোঁখের নিচের অংশ একটি ফোড়ার মত উঠলে তাহার কারনে চোঁখ মুখ ফুলে যায়, এবং মারাক্তক ব্যথা অনুভব করেন বলে জানান।
এ বিষয়ে বৃহস্পতিবার রাঁতে চেয়ারম্যান সউদ আল নাছের এর সাথে মুঠোফোন কথা হলে তিনি অসুস্থ হবার কথাটি নিশ্চিত করে বলেন, আমি নিজ বাড়িতে থেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছি, সবাই আমার জর্ন দোয়া করবেন, আপনার দোওয়ায আমি যেনে দ্রুত সুস্থ হয়ে ইউনিয়ন বাসির মাঝে এসে সকলের পাশে থেকে সেবা করতে পারি।