সাহায্যের আবেদন সকলে সেয়ার করেন
নিউজ ডেক্স
কিডনি বিকল হওয়া লোকের জন্য সাহায্যের আবেদন ” আমাদের বাড়ীর জামে মসজিদের ইমাম মোঃ কবির হোসেনের দুটো কিডনিই অকেজো হয়ে গেছে।তাকে প্রতি মাসে ৪ বার ডায়ালাইসিস করতে হয়। তাহার মা তাকে একটি কিডনি দান করবেন তার জন্য অনেক টাকার প্রয়োজন।তাহার পক্ষে এতো টাকা যোগাড় করা সম্ভব না।তাহার ৩ টি সন্তান, ১ ম জন ৯ বছর মাদ্রাসায় পড়ে,২য় জন ৬ বছর মাদ্রাসায় পড়ে, ৩য় জনের বয়স ২ বছর।তাহার পরিবার অর্থনৈতিক ভাবে স্বচ্ছল না।আপনাদের সহযোগিতার কিছু টাকা পেয়ে বর্তমানে তিনি তার মাকে নিয়ে ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকায় আছেন। আপনাদের সকলের কাছে আকুল আবেদন আল্লাহর ওয়াস্তে এই অসহায় ইমাম সাহেবকে টাকা- পয়সা দিয়ে সহযোগিতা করলে তিনি আল্লাহর রহমতে সুস্হ হবেন আর তাহার অসহায় পরিবারটা স্বাভাবিক জীবন ফিরে পাবে।এই ইমাম সাহেবের জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে সুস্থ করে নেক হায়াত দান করেন আমিন।সাহয্যে পাঠানোর বিকাশ নাম্বার মোঃ কবির হোসেন -01812914577 অথবা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। 01641592864