চাঁদপুর ভেন্ডার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সভা অদ্য ৬ আগস্ট ২২ শনিবার বেলা ১০ টায় চাঁদপুর সদর সাব রেজিস্ট্রী অফিসের দলিল লেখকদের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ভেন্ডার সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আলম। সভার শুরুতে প্রবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবুল কালাম আজাদ(ফরিদ গন্ঞ),শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল আলম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক ও দৈনিক চাঁদপুর বার্তার নির্বাহী সম্পাদক এবং চাঁদপুর প্রেস ক্লাবের আ জীবন সদস্য আলহাজ্ব এম, আই,মমিন খান। চাঁদপুর জেলা ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, জেলা ভেন্ডার সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুর রহমান। মোঃ আশেকউল্যা,(মতলব উঃ) নূরমোহাম্মদ, (মতলব দঃ) মোঃ ছিদ্দিকুর রহমান সাদেক,দিলারা মমিন(চাঁদপুর) মোঃ কামাল হোসেন,চাঁদপুর কোট। আরো বক্তব্য রাখেন, মোঃ সেলিম,(মতলবদঃ) মোঃ হেলাল (মতলবউঃ) মোঃ স্বপন, (হাজীগন্ঞ) মোঃ শাহ আলম( কচুয়া) , আঃ মালেক (শাহরাস্তি) মোঃ আনোয়ার হোসেন,( শাহরাস্তি) আক্তার হোসেন খান সুমন (চাঁদপুর কোট) আমির হোসেন লিটন (চাঁদপুর কোট) মোঃ ওমর ফারুক,(চাঁদপুরকোট) তাজুুল ইসলাম (চাঁদপুরকোট), আল আমিন প্রমুখ।সভায় সামছুজ্জমানকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। এ ৯ সদস্য বিশিষ্ট কমিটি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আলহাজ্ব এম, আই,মমিন খানকে প্রধান নির্বাচন কমিশনার এবং মোঃ আশেক উল্যা ( মতলব উঃ) নূর মোহাম্মদ (মতলব দঃ) ও মোস্তফা কামাল (শাহরাস্তি) কে নির্বাচন কমিশনার করা হয়।