Breaking News

আজ নৌকার বিজয় নিশ্চিত করবে ভোটাররা

উৎসব মুখোর পরিবেশে ইভিএম এ নির্বাচন অনুষ্ঠিত হবে

আজ নৌকার বিজয় নিশ্চিত করবে ভোটাররা

এস আর শাহ আলম

চাঁদপুর জেলায় ২০২২ সালের সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে আজ হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৯’শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ, যার আলোতে আইনশৃংখলা বাহীনির ব্যষ্টুনীতে গরে তোলা হয়েছে ইউনিয়ন সহ ভোট কেন্দ গুলি।

উক্ত ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭০জন,নারী ও পুরুষ সংরক্ষিত ইউপি সদস্য পদে অংশগ্রহণ করছেন ৩১’জন প্রার্থী,চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন ৪’জন প্রার্থী। যার মাঝে নৌকা প্রতিক এর প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, এবং সতন্র প্রার্থী শাহাদাত হোসেন সবুজ , মোটর সাইকেল প্রতিক। মোঃ তাজুল ইসলাম গাজী , আনারস প্রতিক, মহসিন মিয়া কিশোর, ঘোড়া প্রতিক, তবে সুএে জানায় ইতিপূর্বে নৌকার পক্ষে কাজ করে নৌকার সমর্থন দিয়েছেন, আনারস প্রতিক এর তাজুল ইসলাম, এবং মোটর সাইকেল এর সাথে একতাবদ্ধ হয়েছেন, ঘোড়া মার্কার কিশোর, যদিও তাদের প্রতিক ব্লাট পেপারে আছে, তারপরেও দুই প্রার্থী দুইজনের পক্ষে কাজ করার কথা আমরা জানতে পেরেছি ,

এদিকে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিক এর প্রার্থী বর্তমান সফল চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী, মাঠ পর্যায়ে অনেকটা এগিয়ে রয়েছেন, নৌকার বিজয় নিশ্চিত করতে ভোটাররা একজোটে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে হাবু গাজীকে এবারো চেয়ারম্যান করবেন। আর প্রার্থী বলেন জনগন উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিবে। আমি ভোটারদের কাছে নৌকার বিজয় দেখতে চাই।

এদিকে নির্বাচন কর্মিশন হাইমচর সূত্রে জানাজায় ৩টি কেন্দ্রে মোট ১৮’টি বুতে ভোট গ্রহণ চলবে ইভিএম পদ্ধতিতে।গাজীপুর ইউনিয়নের ভোটারদের মধ্যে বিরাজ করছে অনন্দ ও উদ্দীপনা।আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কঠোর অবস্থানে,শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিবেন হাইমচর উপজেলা নির্বাচন কমিশন। তাছার ইতিপূর্বে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। তবে কোন কেন্দ্র ঝুকিতে নেই, এবং সকাল ৮ টা থেকে একযোগে চলবে ভোটগ্রহণ বিকাল ৪ টা পর্যন্ত চলবে। ,

এছারা ভোটাররাও মনে করেন নিজেরাই নিজেদের ভোট প্রয়োগ করে নিজেদের পছন্দের প্রার্থী কে দিয়ে বিজয় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD