বুকের মানিক
কাজী আশরাফুল আলম (টিটু)
লেখনি ঃ২৮/০১/২৩
সময় ঃ সকাল ০৮/৪৩ মিনিট
মিষ্টি মেয়ের দুষ্টুমি টা
দেখতে ভালো লাগে
এই হাসি টা কোথায় ছিলো
দেখিনি তো আগে।
খোদা মেহের বান দয়া করে
পাঠালে মোর ঘরে
মিষ্টি মধুর এই হাসিটা
ভুলবো কেমন করে।
কোথাও গেলে পিছন থেকে
ডাক দিয়ে কয় মোরে
যেও নাকো বাবা তুমি
দেরি করে এসো ফিরে।
হাজারো বায়না বাবার কাছে
অল্প পেলেই খুসি
নাচে গানে মত্ত থাকে
আপুর সাথে খুনসুটি।
এমন মেয়ে খুঁজে পাওয়া
নয়তো বিরল ভাই
বুদ্ধি দিপ্ত এমন মেয়ে
হর হামেশা দেখতে পাই।
এতো শুধু নিজের কথা
ফুটপাতে আছে আরো কতো
নেইনিতো খোজ আমরা কারো
ওদের হৃদয়ে হয়েছে ক্ষত।
আসুন সবে নিজের মত
ওদেরও খোঁজ নেই
নিজের সন্তানের মত করে
ওদেরও আদর স্নেহ দেই।