নিখোঁজের ২৪ ঘন্টার মধ্যে ১২ বছরের কিশোরী উদ্ধার:
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গত ২৬/০১/২৩ খ্রিঃ তারিখ মোছাঃ জাহানারা বেগম নাসিরনগর থানায় এসে সাধারণ ডায়েরী করেন যে, তাহার ১২ বছরের মেয়ে স্কুলে যাওয়ার কথা বলে কোথায় যেন চলে যায়। যাহা নাসিরনগর থানার জিডি নং – ১৬৩৪ তাং- ২৬/০১/২৩ খ্রিঃ।
পরিবার কিশোরী ঘর হতে বাহির হয়ে যাওয়ার বিষয়টি নাসিরনগর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ সুপার এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ব্রাহ্মণবাড়িয়া এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক তত্ত্ববধানে দ্রুত কিশোরীকে উদ্ধারের লক্ষ্যে লক্ষ্যে অভিযান শুরু করেন নাসিরনগর থানা পুলিশের একটি চৌকস টিম।
টানা ১৪ ঘন্টা অভিযান শেষে গত ২৭/০১/২৩ ইং ভোর ০৪:৩০ ঘটিকায় মাধবপুর থানা এলাকা হতে ভিকটিম সাদিয়া আক্তার(১২),পিতা- জসিম উদ্দিন, সাং- রুস্তমপুর,হরিপুর ইউনিয়ন, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া উদ্ধার করতঃ ভিকটিমকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।