ফরিদগঞ্জে গাছে গাছে আমের মুকুলের সমারোহ ! ছড়াচ্ছে মন জুড়ানো সুবাস
জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রকৃতিতে যখন মাঘের হাওয়ার শীতের কাঁপন তখন শীত ভেদ করে পাতার ফাঁকে ফাঁকে এখন শতে শতে দেখা মিলছে আমের মুকুলের। ইতিমধ্যে মৌ মৌ সুবাস ছড়াতে শুরু করছে প্রকৃতিতে। রোদ কুয়াশার লুকোচুরির মধ্যেই সোনালি হলুদ রঙের আমের মুকুলের মনকাড়া ঘ্রাণ। মৌমাছির দল ঘুরে বেড়াচ্ছে গুনগুন শব্দে। ছোট পাখিরাও মুকুলে বসেছে মনের আনন্দে । এমন দৃশ্যের দেখা মিলেছে ফরিদগঞ্জ উপজেলার সানকি সাইর গ্রামের সাংবাদিক জসীম উদ্দীনের বাড়ির আঙ্গিনার একটি আম গাছে। দৃশ্যটি যে কাউকেই কাছে টানবে।
প্রকৃতিতে শীতের প্রকোপ এবার কিছুটা কম থাকায় বেশ আগেভাগেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে বাড়ির আঙ্গিনা থেকে শুরু করে গ্রামের আম বাগানগুলো। থোকা থোকা মুকুলেরভারে ঝুলে পড়েছে আম গাছের ডালপালা।
আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, ঝড়ের দিনে মামার বাড়ি, আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙ্গিন করে মুখ। পল্লীকবি জসীমউদ্দীনের মামার বাড়ি কবিতার লাইনগুলো বাস্তবে রূপ পেতে রয়েছে আর মাত্র কয়েক মাস।
কোকিলের সুমিষ্ট কুহুতালে ফাল্গুনের উত্তাল বাসন্তী হাওয়া দিচ্ছে দোলা। গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মন জুড়ানো সুবাস। আগুন যরা ফাগুনের আগমনে গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা।প্রকৃতির পালা বদলে উপজেলার বিভিন্ন এলাকায় আম গাছগুলোতে মুকুলের মিষ্ট সুবাসে মৌ মৌ করছে প্রকৃতি। জানান দিচ্ছে মধু মাসের আগমনী বার্তা । মুকুলের সেই সুমিষ্ট সুবাসে মানুষের মনকে বিমোহিত করে তুলছে । মৌমাছিরা ও আসতে শুরু করেছে মধু আহরণে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কামালপুর গ্রামের বিভিন্ন ফলমূল চাষি আনোয়ার হোসেন বলেন, বাগানের অধিকাংশ গাছ-ই এরইমধ্যে মুকুলে ছেয়ে গেছে। এবার কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। এখন আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছি। গাছে গাছে অজস্র মুকুল দেখে বাম্পার ফলনের আশা করা যাচ্ছে।