লক্ষ্মীপুরে যুবদল নেতা-কর্মীর ওপর হামলা

লক্ষ্মীপুরে যুবদল নেতা-কর্মীর ওপর হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে যুবদলের দুই নেতা-কর্মীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

মারধর ও হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন যুবদলের নেতা জয়নাল আবেদীন (৩৫) ও সক্রিয়কর্মী মো. রাসেল হোসেন (২৮)।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সদর উপজেলার হাজিরপাড়া বাজারে এ হামলার শিকার হন। পরে রাত ১০টার দিকে আহত দুই কর্মীকে সদর হাসপাতালে দেখতে যান জেলা যুবদলের শীর্ষ নেতা সৈয়দ রশীদুল হাসান লিংকন ও মো. জাহাঙ্গীর আলমসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

আহতরা হলেন— হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা গ্রামের মৃত রহমতুল্লাহ ছেলে জয়নাল আবেদীন, একই গ্রামের কাজী আব্দুল করিমের ছেলে মো. রাসেল হোসেন। জয়নাল হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে সভাপতি পদপ্রার্থী। রাসেল যুবদলের সক্রিয় কর্মী।

হাসপাতালে চিকিৎসাধীন জয়নাল ও রাসেল জানান, আগামী ৪ তারিখ চট্টগ্রামে বিএনপির সমাবেশে যোগদান নিয়ে তাদের হাজিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির বাসায় প্রস্তুতি সভা ছিল। মাগরিবের নামাজের পর সেই প্রস্তুতি সভাতে তারা দুইজনে থাকার কথা ছিল। তারা চরচামিতা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে হাজিরপাড়া বাজারে নামার সঙ্গে-সঙ্গেই মধ্যে বয়সী কয়েকজন লোক এসে তোরা বিএনপি করিস? এমন উচ্চস্বরে কথা বলে জয়নাল ও রাসেলের ওপর হামলা করে। তবে কেউ হামলাকারীদের পরিচয় জানেন না।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এ বিষয়টি কেউ পুলিশকে জানাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD