মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ
লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নে অবস্থিত লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী, ল্যাব অ্যাসিসট্যান্ট, গেটম্যান ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ এনে মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত ৪ অভিভাবক সদস্য। ২ ফেব্রুয়ারি লিখিতভাবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের অর্থ নিয়ে নিয়োগ বাণিজ্য ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন। অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, ২ ফেব্রুয়ারি চাঁদপুরে প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিলো। কিন্তু অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি যোগসাজসের মাধ্যমে পূর্বে প্রার্থী নির্বাচন করে উক্ত প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের নিয়োগ দিবে বলে আশ^াস দিয়েছে। তাই এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে তদন্ত করে পুনরায় স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সদস্য শরীফুল ইসলাম, গাজী খোরশেদ আল, মাহফুজুর রহমান শিপন ও মহিলা অভিভাবক প্রতিনিধি মৌসুমি আক্তার। এদিকে অভিভাবক প্রতিনিধি সদস্য মাফুজুর রহমান শিপন জানান, নিয়োগ পরীক্ষা স্থগিতের জন্য মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার মতলব দক্ষিণ, চাঁদপুর জেলা শিক্ষা অফিসারের বরাবরেও লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল খায়েরের সাথে এ বিষয়ে জানতে চাইলে তাকে বারবার চেষ্টা করেও তাকে মোবাইলে পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখবো।