গরীব মেধার্থীদের উচ্চ শিক্ষার অর্জনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে ‘ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
মফিজুল ইসলাম বাবুল,কচুয়া:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন-সরকার শিক্ষিত জাতি গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্য অর্জনে সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে, সরবরাহ করছে বিনামূল্যে পুস্তক, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধন করছে। জুন মাস থেকে বিনামূল্যে খাবারেরও ব্যবস্থা করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে যেসব সুযোগ সুবিধা দেয়া হচ্ছে পৃথিবীর অন্য কোন দেশে এরূপ সুযোগ- সুবিধা দেয়ার নজির খুব কমই দেখা যাচ্ছে। কোন গরিব মেধাবী শিক্ষার্থী যদি উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ লাভ করে। তাহলে ওই গরিব মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে আমার মায়ের নামে প্রতিষ্ঠিত সুলতানা মেমোরিয়াল ট্রাস্ট থেকে আর্থিক সহযোগিতা করা হবে। আপনারা যারা সমাজের বিত্তবান আছেন তাদেরকেও ওইসব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে আসতে হবে। শিক্ষা সহ সকল ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের এ এগিয়ে যাওয়ার যাত্রাকে অব্যহত রাখতে আপনারা আবারও শেখ হাসিনাকে সমর্থন জানান।
তিনি বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবাহানিয়া উচ্চ বিদ্যালয়ের ৪তলা ভিত বিশিষ্ট ১তলা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশে উপরোক্ত কথা বলেন। কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ আলী খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ-সভাপতি আমির হোসেন, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহালম, কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, বীর মুক্তিযোদ্ধা সফিকুর রহমান ও ১০ম শ্রেনীর শিক্ষার্থী তামান্না হক রুহি।
ড. মহীউদ্দীন খান আলমগীর একই দিন উপজেলার জগতপুর উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের আসবাবপত্র বিতরন করেন। এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০২৩ সার্টিফিকেট ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এবং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারন সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।