চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৭ জেলে আটক
মোহাম্মদ নুরে আলম
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম থেকে জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫টি মাছ ধরার নৌকা ও ৭১ কেজি জাটকা জব্দ করে |
সোমবার ১৩ ই মার্চ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নৌ পুলিশের একটি চৌকস টিম পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে | আটককৃত জেলেরা হলো, আবু বক্কর মৃধা ( ২২ ), আবু কালাম মৃধা( ২০) রতন মৃধা ( ৩১) সুমন মোল্লা ( ২৩) মিড়া রাড়ি ( ১৯), রমিজ খান ( ৩৫), সুমন ( ২২ ), বোরহান উদ্দিন খালাসী ( ২০), হেলাল চৌধুরী ( ২২), সজিব চৌকিদার ( ১৯) সোসেল ( ২০) নাছির ( ২৬) রিয়াদ ( ২৪) হুমায়ুন ( ৩০) আল আমিন ( ১৮) জুম্মান ( ১৯) মাহফুজ ( ২০) তাদের বাড়ি শরিয়তপুর জেলা ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলার
মঙ্গলবার সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, এসবজে জেলেদেরকে অভয়াশ্রম এলাকা থেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। আর মাছ ধরার নৌকাগুলো মামলার আলামত হিসেবে নৌ থানার হেফাজতে রাখা হয়েছে।’