গরীব-দুঃখীদের ঈদ উপহার প্রদান করেন সুলতানা পারভিন বিউটি
মিতু মনি,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
গরীব-দুখী ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেন প্রয়াত ইসরাফিল আলম এমপির সহধর্মিণী ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতানা পারভিন বিউটি। বুধবার সকাল ১০ টা হতে সন্ধ্যা পর্যন্ত আত্রাই ও রানীনগর উপজেলার বিভিন্ন স্থানে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতেই শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
এ সময় নওগাঁ-৬(আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশি ও নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতানা পারভিন বিউটি বলেন, ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। সমাজের একটা অংশ যারা অত্যন্ত গরীব ও অসহায় তারা ঈদের সময় নতুন কোন জামা কাপড় ক্রয় করতে পারে না মূলত তাদের মুখে হাসি ফুটাতে প্রতি বছরের ন্যায় এবারও আমি আমার নির্বাচনী এলাকায় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছি।
তিনি আরও বলেন, আমার স্বামী প্রয়াত ইসরাফিল আলম এমপি এই এলাকার বাংলাদেশ আওয়ামীলীগ থেকে ৩ বারের নির্বাচিত সফল সংসদ সদস্য ছিলেন। তিনি তার জীবদ্দশায় দেশ ও দলের জন্য কাজ করে গেছেন।এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পূর্ণ করেছেন।মহামারী করোনা কালীন সময়ে ঘরে ঘরে খাদ্যসহায়তা ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছেন। প্রতি বছর শীতে কম্বল বিতরণ এবং ঈদে শাড়ি,লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করেছেন।তারই ধারাবাহিকতায় আমিও এই এলাকার গরিব-দুঃখী ও অসহায় মানুষের মাঝে শীতের সময় শীত বস্ত্র ও ঈদের সময় শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি বিতরণ করে থাকি।
এ সময় আরো উপস্থিত ছিলেন তার ছেলে মোঃ ইশতিয়াক আলম ও আত্রাই নগরের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।