বজ্রপাতে হাইমচরে যুবকের নিহত
হাইমচর প্রতিনিধি
চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ ২৪ মে বুধবার হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম সরদার (৩০) দুপুর ১২ টায় সময় নিজ বাড়ির সম্মুখে গরুকে ঘাষ খাওয়ান। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি ও বিজলী শুরু হয়। সাইফুল ইসলাম সরদার গরু নিয়ে বাড়ি আসার পথে বজ্রপাতে আহত হন। তার পরিবার তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য নিয়ে আসে । হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সাইফুল ইসলাম সরদারের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত্যু ঘোষণা করেন।