জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৪ তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোহাম্মদ নুরে আলম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৪ তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৫ ই মে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক), বশির আহমেদর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল), ইয়াছিন আরাফাত জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আওয়ামী লীগের সভাপতি, নাছির উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবু নঈম পাটওয়ারী দুলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ, রতন কুমার মজুমদার মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক, গবেষক ও শিশু সাহিত্যিক, সরকার আবদুল মান্নান,