Breaking News

সবাইকে অবাক করে দিল কারিশমা কন্যা!

ঢাকা: সত্যিই অবাক করার বিষয়! মাত্র দশ বছর বয়সে সিনেমা নির্মাণ করে সবাইকে অবাক করে দিল এক সময়ের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুরের বড় মেয়ে সামাইরা কাপুর!

জানা গেছে,  মাত্র দশ বছর বয়সে সামাইরা নির্মাণ করে ফেলেছেন একটি শর্ট ফিল্ম। শুধু তাই না, শর্টফিল্মে নিজেই অভিনয় করেছেন আবার কখনো কখনো সিনেমাটোগ্রাফিটাও করেছেন সামাইরা নিজেই। সম্প্রতি সামাইরার নির্মিত প্রথম ছবিটি দেখানো হল হায়দরাবাদে অনুষ্ঠিত ‘১৯তম ইন্টারন্যাশনাল চিলড্রেন’স ফিল্ম ফেস্টিভালে।

এত অল্প বয়সে সামাইরার এমন ‍কৃতিত্বে অন্যান্যদের মতে উচ্ছ্বসিত মা কারিশমাও। চিল্ড্রেন ফিল্ম ফেস্টিভাল সম্পর্কে বলতে গিয়ে কারিশমা বলেন, ‘ছোটদের জন্য এটা দারুণ সুযোগ। সামাইরাও এতে অংশ নেওয়ায় আমি খুব খুশি।’ সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে কারিশমা আরো বলেন, মেয়ে ভবিষ্যতে যা হতে চাইবেন, তিনি কোনো অমত করবেন না। মেয়ের জন্য অবাধ স্বাধীনতার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, কারিশমা ছাড়াও ফিল্ম ফেস্টিভালে উপস্থিত ছিলেন খালা কারিনা কাপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD