Breaking News

সবজির পর এবার মহাকাশে ফুলের বাগান

ঢাকা: এ বছরের আগস্টে আন্তর্জাতিক স্পেস স্টেশনে (আইএসএ) সবজি চাষ করে সফলতা পেয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তখন লেটুস চাষ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার মহাকাশে ফুলের চাষ করা হল। স্পেশ স্টেশনের নিয়ন্ত্রিত পরিবেশে গবেষকরা জিনিয়া ফুলের বাগান করতে সক্ষম হয়েছে।

নাসা জানিয়েছে, প্রথমবারের মত তারা মাইক্রো গ্রাভিটিতে ফুলের বাগান করতে স্বামর্থ্য হয়েছে।

স্পেস স্টেশনের বাগান তদারককারী ভেজি প্রোগ্রাম ম্যানেজ ট্রেন্ট স্পিম বলেন, ‘মহাকাশে জিনিয়া ফুলের চাষ করার মাধ্যমে আমরা ভেরি গ্রোথ সিস্টেম সম্পর্কে আর জ্ঞান লাভ করতে পারলাম। এখন আমাদের প্রচেষ্টা থাকবে টমেটোর মত ফলের চাষ করা।’

মহাকাশ বিজ্ঞানীরা অরবিটিং ল্যাবরেটরিতে সবজি জাতীয় উদ্ভিদের বংশ বিস্তার নিয়ে নিরন্তর গবেষণা করে যাচ্ছেন।

স্পেশ স্টেশনে অরবিটাল গ্রিনহাউজে সবজি এবং ফুলের চাষ করলো। এবার তারা টমোটো উৎপাদনের জন্য গবেষণা করছে। তারা আশা প্রকাশ করছে ২০১৭ সাল নাগাদ সেখানে টমোটো চাষ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design, Developed & Hosted by ALL IT BD